গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
সংবাদাতা: স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে ঘটনার এক বছর পর ২৯ জুন (বুধবার) চার্জ শুনানীর পর লামার বিজ্ঞ আদালতের হাকিম, নুরুজ্জামানের জামিন না মঞ্জুর করে জেলে পাঠায়। প্রসঙ্গত: ২০২১ সালের ১৭ জুন পরকীয়ার জের ধরে স্ত্রীকে শারিরীক, মানসিক নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিয়ে বিষপানে আত্মহত্যা করাতে বাধ্য করে স্বামী নুরুজ্জামান। স্বামীর পরকীয়া প্রেম ও নানান অসামাজিক কাজে মানসিক চাপ সইতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করতে বাধ্য হয় দু'সন্তানের জননী অন্তসত্বা গৃহ বধু মরিয়ম। এ ব্যাপারে নিহত মরিয়মের ভাই মোঃ তাছাদ্দেক হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন লামা থানায় মামলা করেন। আত্মহত্যায় সহায়তা করার অপরাধে, ১৮০৬০ সালের পেনাল কোডের ৩০৬ ধারায় এজাহার ভুক্ত আসামী হয়, মোঃ নুরুজ্জামান, পিতা আবুল খায়ের প্রকাশ মিন্টু। লামা থানার মামলা নং -১২, তারিখ, ১৮ জুন/২০২১। নুরুজ্জামান লামা মৌচাক কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর। তার বাড়ি লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড হরীনঝিরি গ্রামে। মামলার এজাহারে উল্লেখ ছিল, স্বামীর অত্যাচার ও প্ররোচনায় ১৭ জুন/২১ সকাল ১০ টার দিকে নিজ বসত ঘরে কীটনাশক পান করে গৃহ বধু মরিয়ম। বিষপানের প্রায় চার ঘন্টা পর গৃহবধুকে কাজের লোকদ্বারা লামা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। প্রাথমিক চিকিৎসার (ওয়াশ) পর অবস্থা অবনতি হলে ওই দিন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে রাত পৌনে আটটায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ওই সময় স্বামী নুরুজ্জান গা ডাকা দেয়। এর কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে, মামলা প্রত্যাহারের জন্য আর্থিক প্রলোভন ও হুমকি দিয়ে আসছিল নুরুজ্জামান। অবশেষে ১ বছর বারো দিন পর ২৯ জুন/২২ মামলার চার্জ শুনানী শেষে জেলে যায় অভিযুক্ত। নুরুজ্জামানকে আদালত কর্তৃক জেলে প্রেরণ করায়, নিহত মরিয়মের বাবা, মা, ভাইয়েরা এক প্রতিক্রিয়ায় জানান, "আইনের- বিচারের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে"।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital