গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে একটি লরি থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- তারা সবাই অভিবাসী।
ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন সান আন্তোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেক্সাসের গভর্নর এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ এটি।
বিবিসি জানিয়েছে, কীভাবে এতো মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি, এবিসি।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital