গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মো. দুলাল হোসেন (বাউফল):
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে । আজ বুধবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি বায়েজেদুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সহ প্রমূখ ।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন তার স্বাগত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতাহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র ও ক্ষুধামুক্তি,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে ।
এ লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন, যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রায়ণ-২ প্রকল্প, ডিডজটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর
মানসিক বিকাশ,সামাজিক নিরাপত্তা কর্মসুচী, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম যা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নামে পরিচিত । ভিশন২০২১ এর অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী ভিশন২০৪১ ঘোষনা করেছেন ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সুশীল সমাজ,ব্যাবসায়ী প্রতিনিধি,সাংবাদিক,এনজিও,রাজনৈতিক দল,ইমাম অংশগ্রহন করেন ।
অংশগ্রহনকারীদের দশটি ভাগে ভাগ করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগের উপরে সমস্যা ও তার সমাধান বের করে উপস্থাপন করা হয় ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital