গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
কুমিল্লায় পদ্মা-সেতুর জন্ম! এবার কুমিল্লায় জন্ম নেয়া দুই নবজাতক পেল পদ্মা ও সেতু নাম। জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকাল ১০টায় ঝুমুর আক্তার নামে এক নারী দুই জমজ কন্যা সন্তানের জন্ম দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল দুই মেয়ের নাম রাখেন পদ্মা ও সেতু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বলেন, ‘মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার বাচ্চা দুটোর জন্ম দেন। আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। শিশুদুটির জন্য উপহারসামগ্রী দেয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা দেয়া হবে। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’ এই নামকরণ কেন? জানতে চাইলে সোহেল বলেন, ‘কয়েকদিন পর পদ্মা সেতু উদ্বোধন হবে। এইটা শুধু সেতু না পদ্মা সেতু, আমাদের অহংকার। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমার কাছে মনে হলো এই শুভক্ষণে জমজ শিশুদুটোর নাম তাই পদ্মা ও সেতু রেখেছি।’ পদ্মা-সেতুর মা ঝুমুর বেগম বলেন, ‘আমার স্বামী মো. সোহাগ সৌদি আরব থাকেন। আজ সকালে আমি হাসপাতালে ভর্তি হই। নরমাল ডেলিভারিতে আমার দুই মেয়ে হয়। ‘ডাক্তার সাব আমার মেয়ের নাম রাখছে পদ্মা ও সেতু। নামগুলো আমার পছন্দ হইছে। ভিডিওকলে আমার স্বামীর সঙ্গে কথা হইছে। পদ্মা ও সেতু নাম রাখায় আমার স্বামীও খুব খুশি হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital