গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
বিদ্যুৎ উপকেন্দ্রগুলো শতভাগ সচল রাখার চেষ্টা - দ্বিতীয় দফায় বন্যায় সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়াতে পুরো সিলেট নগরী সহ আশপাশের এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় বিগত তিন থেকে চারদিন দু’একটি এলাকা ব্যতিত প্রায় সব এলাকা রয়েছে অন্ধকারাচ্ছন্ন। কিন্তু সুসংবাদ হলো ধীরে ধীরে এ পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সিলেটের কুমারগাও ও বরইকান্দি সাব ষ্টেশনের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে কাজ চালিয়ে যাচ্ছে। সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিষয়ে সোমবার বিকেলে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মুক্তাদির আহমদ। তিনি জানান, এরই মধ্যে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সম্পুর্ণ ঝুঁকিমুক্ত করা হয়েছে। এখন থেকে বিদ্যুৎ সরবরাহ করতে কোন বাঁধা নেই এবং সেখান থেকে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে নগরীর উপশহর যেহেতু বেশি বন্যা কবলিত সেহেতু সে এলাকায় এখনই বিদ্যুৎ দেয়া যাচ্ছে না। বরইকান্দি সাব ষ্টেশনের বিষয়ে মেজর মুক্তাদির বলেন, সেখানে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে কাজ শেষ হলে পর্যায়ক্রমে সেই এলাকায়ও বিদ্যুৎ দেয়া হবে। এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় কার্যালয় সুত্রে জানা গেছে, বরইকান্দি সাব ষ্টেশনের পানি নিস্কাশনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ শুরু করেছে। কাজ শেষ হওয়ার পর ট্যাকনিক্যাল আর কিছু কাজ বিদ্যুৎ বিভাগকে করতে হবে। এতে করে বরইকান্দি সাব ষ্টেশনের আওতাধীন এলাকায় (২) বিদ্যুৎ সরবরাহ করতে আরও তিন চার দিন সময় লাগতে পারে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital