গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের মাদ্রাসা ছাত্রী ছোট্ট লিজা । বয়স মাত্র ০৯ । বয়সের তুলনায় একটু বেশীই দূরন্ত । এটাই কাল হলো তার জন্য । পাড়া , মাঠ ঘাট , বাজারে ঘুরে বেড়াতো । কোন পাষন্ডের লোলুপ দৃষ্টি পড়েছিলো তার উপর । উপজেলার আমজাদ হাট ইউনিয়নের নওয়াব ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পড়ুয়া ২য় শ্রেণির ছাত্রী লিজা গত ১লা জুন বিকালে আমজাদ হাট বাজারের উদ্দ্যেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি । পরদিন লিজার মা জেসমিন আক্তার বাদী হয়ে ফুলগাজী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সে দক্ষিন তারাকুচা গ্রামে মমিনুল ইসলামের মেয়ে। নিখোঁজের ১ সপ্তাহ পর ৯ জুন বিকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ভুমি অফিস সংলগ্ন ভূমি অফিস জামে মসজিদের সামনে পুকুরে ১টি লিজার অর্ধ গলিত লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। অর্ধ গলিত লাশ ভেসে উঠেছে খবর পেয়ে লিজার বাবা ও মা ঘটনাস্থলে এসে পরনের জামা দেখে তাদের মেয়ে বলে শনাক্ত করেন। ঐ দিন ফুলগাজী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন উক্ত লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠান। লিজার মা বাবা ও প্রত্যক্ষদর্শী সুত্র মতে, ১ জুন বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে ফুসকা খেতে আমজাদ হাট বাজারে যায় লিজা। ফুসকা খেতে গিয়ে ঐ দিন ১ জুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হারিয়ে যায় লিজা আক্তার জেসি। অনেক খোঁজাখুজি করে মেয়েকে না পেয়ে শনিবার ফুলগাজী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সাইফুল নামের একজন লিজাকে ধর্ষন করে লাশ ঘুম করে পুকুরে ফেলে দিতে পারে বলে স্থানীয়দের ধারনা। লিজার মা বাবাও জানান, যেই দিন থেকে মেয়েকে পাওয়া যাচ্ছে না, সেই দিন থেকে সন্দেহজনক আসামী সাইফুলকেও পাওয়া যাচ্ছে না। লিজার মা ও বাবার অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ দন্ডবিধিতে মামলা রুজু করে পুলিশ। লিজার আত্মা প্রতিনিয়ত তাড়া করে ফিরছে আমাদের । পুলিশরাও ছুটে চলছে অবিরাম, পার করছে নির্ঘুম রাত পাষন্ড ঘাতকের সন্ধানে । লিজার পিতা মোমিনুলের অভিযোগের প্রেক্ষিতে ফুলগাজী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১২ জুন রবিবার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের আসামী সাইফুল ( ৪২) কে রংপুর থেকে আটক করে ফুলগাজী থানায় নিয়ে আসেন। জিজ্ঞেসাবাদের জন্য ১৩ জুন সোমবার ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করেন। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মইন উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital