গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মো.দুলাল হোসেন(বাউফল):
পটুয়াখালীর বাউফলে ২০ টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ এবং কিছুটা হলেও প্রশংসা কুড়িয়েছেন নব নির্বাচিত বাউফল সদর ইউপির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জাহিদ।
আজ ২০ মে’২০২২ সকাল ৯টা থেকে দুপুর ২পর্যন্ত চলে এ কর্যক্রম। বাউফল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় রিয়াল চক্ষু হাসপাতাল এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। চক্ষু চিকিৎসক কানিজ সুরাইয়া বাউফলের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক রোগীর চোখের চিকিৎসা প্রদান করেন।
বাউফল ইউপির ৪নং ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা নিতে আসা স্বপন মালাকার বলেন, “আমি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগিতেছি কিন্তু টাকার অভাবে পটুয়াখালী বরিশাল যেয়ে চোখের ডাক্তার দেখাতে পারি নাই, আজকে মাত্র ২০ টাকা দিয়ে চোখের ডাঃ দেখালাম। ভগবানের কাছে প্রার্থনা করি চেয়ারম্যানের মঙ্গল করুন।”
এবিষয়ে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন, “গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে চিকিৎসা সেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আরো বড় পরিসরে গরীব অসহায় রোগীদের সব ধরনের সেবা করার চেষ্টা করবো।”
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital