গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মো. দুলাল হোসেন(বাউফল):
পটুয়াখালীর বাউফলে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের রশিদিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশের ওয়ান বেন্ট বক্স কালভার্টটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরে আছে। সংস্করণের অভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
কালভার্টটির অদূরে রয়েছে বিলবিলাস গ্রাম।একথায় বিলবিলাস ও গোসিংগা গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা এটি(রাস্তার আইডি নং ৪০২৩)। রাস্তাটি মূল সড়ক তথা লালমিয়া বাড়ি থেকে সরাসরি দক্ষিণে বিলবিলাস গ্রামের সাথে মিশেছে। ওই রাস্তাটির সংযোগ হিসেবে ওই ওয়ান বেন্ট বক্স কালভার্ট বিদ্যমান।
দুঃখের বিষয় ২০১৫ সালে ওই কালভার্টটি নির্মিত হলেও কয়েক বছর পর কালভার্টটির পশ্চিম সাইড ক্রমান্বয়ে ভেঙ্গে পরে। এলাকাবাসির উদ্যোগে বার গাছের গুড়ি ও তক্তা দিয়ে মেরামত করা হলেও এখন এটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
বিশেষ করে রশিদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র /ছাত্রীদের আসা -যাওয়া ও ৯৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের চলাচলে ব্যাপক অসুবিধা হয়।
অটো চালক সোহেল, ফারুক, আশ্রাব গাজী, জানায়, কালভার্টটি ভাঙ্গা থাকার কারণে আমাদের অটোসহ অন্যান্য যানবাহন চালাতে ভীষণ কষ্ট হয় তাই দ্রুত কালভার্টটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে বাউফল থানা প্রকৌশলী মো. সুলতান আহমেদ প্রতিবেদককে বলেন,
"আপনি যেহেতু আমাকে অবহিত করেছেন খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে এবং কালভার্টট মেরামতের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে।"
খুলনা বিভাগের সাংবাদিক, মুক্ত হাতে যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বাংলাদেশের বহুল প্রচারিত, মিডিয়া অন্তুর্ভুক্ত জাতীয় দৈনিক সরেজমিনবার্তা পত্রিকায় খুলনা বিভাগীয় প্রধান , জেলা প্রতিনিধি , বিজ্ঞাপন প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীগণ ০১৭১৫ ৯৫ ৯৩ ৪৪ এই নম্বর এ যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital