গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ফেনী প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ফেনী ছাগলনাইয়া উপজেলার মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও হিলফুল ফুযুল হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার আয়োজনে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতা গত বৃহস্পতিবার সকালে মনুরহাট কেন্দ্রীয় মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর ওহাবের সভাপতিত্বে অতিথি ছিলেন দেবপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ। কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক জাফর হোসেন মজুমদার, সাবেক সাধারন সম্পাদক তালেব মাহমুদ ফপন, পরিচালনা কমিটির সদস্য নূরনবী, ওবাইদুল হক মেম্বার, সাংবাদিক কাউসার হামিদ শিকদার পিনু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতা বিচারক এর দায়িত্ব পালন করেন তালবাড়িয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মেজবাউল জামান, ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ, ছাগলনাইয়া নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হোসাইন। উক্ত প্রতিযোগিতায় ৫১ জন মাদরাসা ছাত্র অংশগ্রহণ করে। কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম নুরুল ইসলাম, দ্বিতীয় মোহাম্মদ ইউসুফ, তৃতীয় মোহাম্মদ রহমতউল্লাহ, চতুর্থ মোঃ আব্দুর রহমান, পঞ্চম ইমাম হোসেন, ষষ্ঠ আরিফ হোসেন, সষষ্ঠ কাউছার ঈসাইন, অষ্টম মাহমুদুর ইসলাম , নবম আতিক উল্লাহ রাকিব, দশম মাহমুদুল হাসান নির্বাচত। কোরআন মাজিদ তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে আকর্ষণীয় পুরষ্কার ও বাকি সবাইকে সান্তনা পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital