গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
এ.বি.এম.হাবিব-
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন,পবিত্র রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে কাজ করার আহবান জানান।
শুক্রবার(২২এপ্রিল) নওগাঁ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে করোনার মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি। সততা, নিষ্ঠার মাধ্যমে জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে দলমতের উর্দ্ধে থেকে সবাইকে কাজ করতে হবে।
এসময় তিনি ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আহবান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া পিপিএম,সদর আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন,সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, সদর থানার ওসি, সিভিল সার্জনসহ নওগাঁর বিভিন্ন কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশের অব্যাহত উন্নয়ন ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital