গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২২ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ১০ পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ, ৪ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও ১ পদে আইনজীবী অধিকার রক্ষা পরিষদ জয় লাভ করেছে। সভাপতি পদে এড. নুরুল ইসলাম (৩) ১৭৬ ভোট (সমমনা), সহ-সভাপতি পদে মোঃ গোলাম মহিউদ্দিন ১৫৯ ভোট (সম্মিলিত), মোঃ জুলফিকার বকুল ১৫৮ ভোট (সমমনা), সাধারণ সম্পাদক পদে মোঃ গিয়াস উদ্দিন ১৬২ ভোট (সম্মিলিত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল হোসেন (মজনু) ১৫৬ ভোট (সমমনা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম তুহিন ১৬৫ ভোট (সমমনা), অডিটর পদে কাজী মোঃ আলা উদ্দিন ভূঁঞা ১৭৭ ভোট (সম্মিলিত), অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁইয়া ১৫৬ ভোট (সমমনা), লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁঞা ১৫৯ ভোট (সমমনা) পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নাছের উদ্দিন মিয়াজী (সম্মিলিত), মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার (সমমনা), প্রিন্স মাহমুদ চৌধুরী (সমমনা), ইয়াছিন আরাফাত তারেক (সমমনা), মহিব উল্লাহ খান (সমমনা), শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগর (অধিকা রক্ষা পরিষদ) নির্বাচিত হয়েছে। এবারে মোট ভোটার ছিল ৩২৫ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩১৯ জন। রাত ১১ ফলাফল ঘোষণা করা হয়।
খুলনা বিভাগের সাংবাদিক, মুক্ত হাতে যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বাংলাদেশের বহুল প্রচারিত, মিডিয়া অন্তুর্ভুক্ত জাতীয় দৈনিক সরেজমিনবার্তা পত্রিকায় খুলনা বিভাগীয় প্রধান , জেলা প্রতিনিধি , বিজ্ঞাপন প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীগণ ০১৭১৫ ৯৫ ৯৩ ৪৪ এই নম্বর এ যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital