মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো এই শ্লোগানে ভোলার লালমোহনে জাটকা সংরক্ষণ সপ্তাহ (৪-১০ এপ্রিল) ২০২১ উদযাপন করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যা লী বের করা করা হয়। র্যা লী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রহুল কুদ্দুস, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বলেন ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ। এটা সরকারী ভাবে নির্ধারন করা হয়েছে। তাই এই সময় কোন রকম জাটকা ধরা যাবে না। জাটকা থেকেই ইলিশ মাছ হয়। সারা পৃথিবীতে ইলিশ সম্পদ ১ম স্থান অধিকার অর্জন করেছে। তাই সকলকে ইলিশ সম্পদকে বাচিঁয়ে রাখতে এই সময়ে জাটকা ধরা, বিক্রি, মজুদ আইননত নিষিদ্ব। এই এক সপ্তাহে জেলেদের জাল উপরে থাকবে এবং শুধু নৌকাগুলো খালের মধ্যে থাকবে। মহামারী করোনার কারনে এবছর সীমিত ভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবীসহ উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital