আজও ভালবাসি তোমায়
সেই মুখ ,সেই চোখ সেই
চোখের চাহনি
আজক্লান্ত মন খুঁজে বেড়ায়।
মনে পড়ে কলেজেরদিনগুলোর কথা কল্পনার চাদর মুড়ি দিয়ে দেখতে পায় মসৃণ ও কোমল শরীর সুন্দর নিষ্পাপ হাসি আজও মনে পড়ে যায় ।
চোখে ভাসে সেই স্মৃতির দিনগুলো
কলেজের বারান্দায় দাঁড়ানোআমি
আর তুমি দাঁড়িয়ে আছো কমন রুমের কামড়ায়
আজও মনে পড়ে তোমায়।
সেই তুমি
কখনো কল্পনার সিঁড়িতে বসে
পায়ের উপর পা ফেলে
সুকোমল হাতদুটো নেড়ে
আমাকে দেখে কি যেন বলে দিতে ।
তোমার ক্লাসের বান্ধবীদের সঙ্গে
যে ছিল আমার পরিচিত খুব কাছের মেয়ে দাদা দাদা বলে ডাকত আমায়
রাসিদা দেখতে কালো কিন্তু মনটা ছিল ভালো
যখন তুমি অষ্টম শ্রেণীতে পড়ো
আমি একাদশে
তখন সেই ৯৯ -২০০০ এর কথা
আজও মনে।
সেই ক্লান্ত দিনগুলোরকথা
মনে গেঁথে আছেভালোবাসার কথা
এমনই বুঝি হয় ভালবাসা
একদিন তোমাকে না দেখলে মনে হতো কতদিন দেখিনি তোমায় ।
আমার ভাল লাগতোনা তখন
কলেজ থেকে বেরিয়ে পড়তাম
চলে যেতাম তোমাকে খোঁজার পায়তারায়
ধীরে ধীরে চলে যেতাম তোমার বাড়ির সীমানায়।
ভাবতাম তোমার কি কিছু হলো নাকি
ওই সময় যদি পারতাম দৌড়ে গিয়ে তোমার বাড়িতে দেখে আসতাম
কিন্তু সাধ্য ছিল না তখন।
বড় ঘরের মেয়ে তুমি
আমি চালচুলোহীন এক সন্তান
তাই ভালোবাসাকে ফেলে রেখে অন্যত্র গেলে চলে নিজেকে করতে মহান।
আজও ভালবাসি তোমায়
তোমার মধ্যে সেই ভালোবাসার ছিটেফোটাটুকু এখনো আছে কিনা জানিনা
কবি মনে ভাবছে তাই প্রথম ভালোবাসা ভাললাগা,
কখনো মুছে নাহি যায়
আজও ভালবাসি হে তোমায় ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital