জুবায়ের রহমান, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে আবারো এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মো: তারেক নামের এ শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, হলের সম্প্রসারিত অংশের ৫ম তলায় কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে মাচার মধ্যে বসে পড়েন। পরে অন্যরা ধরতে যাওয়ার আগেই উপর হতে পড়ে যান এ শ্রমিক। এসময় তার নাক, মুখ ও মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার শাহিদা আক্তার শিমু বলেন, আহত শ্রমিকের অবস্থা বেশ গুরুতর। সে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
এ ঘটনায় বঙ্গবন্ধু হলের কাজ করা ঠিকাদার মো. মিলন বলেন, একজন শ্রমিক উপর থেকে পড়ে আহত হয়েছে, তার চিকিৎসার সব ব্যয়ভার আমরা বহন করবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, বিষয়টি জানার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital