মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ রবিবার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হবে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলবে শহীদ মিনার অভিমুখে। স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হবে লাখো মানুষ।এরই ধারবাহিকতায় ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আফজাল হোসেন ডিপটি ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃজাকির হোসেন,তাছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি এস এম মোস্তারিম মিথুন,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামসুল হক মাইজভান্ডারী,আইন বিষয়ক সম্পাদক মোঃহাসিবুর রহমান,আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ ভাই যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল আকন্দ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তাছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলার ও ঢাকা জেলার অন্তর্ভুক্ত উপজেলাসমূহের অনান্য নেতৃবৃন্ধ ও মৎস্যজীবী লীগ এর সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।তাছাড়াও ঢাকা জেলার অন্তর্ভুক্ত উপজেলাগুলুতে ভাষা শহীদদের প্রতি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital