২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
আজ বিকেলে নগরীর পশ্চিম ষোলশহর, শুলক বহর ও চকবাজার ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশ-জাতি ও চট্টগ্রামের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত আমি। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে প্রাণ পণ রেখে হানাদারের বিরুদ্ধে লড়াই করেছি।
বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন কি করে মানুষকে ভালবাসতে হয়, কি করে মানুষের কল্যান করতে হয়। করোনা মহামারীতে আমরা যখন ডাক্তার নার্সদের নিয়ে মানুষকে সেবা দিতে, সাহস দিতে নগর ব্যাপী ছুটে বেড়াচ্ছিলাম। ডাক্তার নামের এক ব্যাক্তি মিথ্যা গুজব ছড়িয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক মালিকদের মনোবল ভেঙ্গে দিয়েছিলেন।
আমরা যখন রোগীদের দ্রুত হসপিটালে আনার জন্য গাড়ী, অক্সিজেন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, তখন ডাক্তার নামের ঐ ব্যাক্তির প্ররোচনায় ক্লিনিক গুলোতে থালা ঝুলানো হয়েছে। হাসপাতাল, ক্লিনিকের গেইটে স্বজন হারাতে হয়েছে আমাদের। আমরা যখন ব্যাক্তি উদ্যোগে সাধারন চিকিৎসা দিতে ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা সেবা ক্যাম্প করছি, করোনা সন্দেহভাজন রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করে অক্সিজেন নিশ্চিত করে যাচ্ছি, তখন ঐ ডাক্তার সাহেব ও তার দলের লোকেরা ঘরে বসে বসে অন লাইনে গুজব ছড়াতে ব্যস্ত ছিল। ঐ গুজবী ডাক্তার এখন মেয়র হতে চায়। মেয়র হতে গেলে ভোট লাগবে, ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। তা না করে তারা যায় অফিসে নালিশ জানাতে।
তারা এখন জনগনের কাছে ভোট চাইতে লজ্জা পায়। লজ্জা থাকা ভাল, কিন্তু চোখ বন্ধ করে বিবস্ত্র হয়ে লজ্জা ঢাকা যায় না। ভোট চাইতে লজ্জা হবে, আবার নালিশ জানিয়ে মেয়র হতে চাইবেন কেন?
আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য, মেয়র হতে চাই মানুষের সেবা করার জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিটি হিসেবে গড়তে চান। চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নতি করতে চান। চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য, গুরুত্বসম্পন্ন উন্নত বিশ্বমানের চট্টগ্রাম গড়ার জন্য তিনি আমার প্রতি আস্থা রেখে মেয়র পদে মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন ভোট চাইতে।
আগামী ২৭ জানুয়ারী স্বাস্থ্য বিধি মেনে উৎসব মূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকে ভোট দানের আহ্বান জানাই। মেয়র নির্বাচিত হয়ে আমি মাদক, সন্ত্রাস, রাহাজানি, যানজট, জলজট মুক্ত এবং পরিবেশ বান্ধব, নারী ও শিশু বান্ধব, শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া বান্ধব, বাণিজ্য অনুকুল, স্বাস্থ্য সম্মত নগরী হিসেবে গড়ে তুলব ইন্শাল্লাহ।
মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী, মোরশেদ আলম, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন পানভীন জেসী, রুমকি সেন গুপ্ত সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গনসংযোগে যুক্ত হন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital