নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র কক্সবাজারের আদালতে জমা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে শুনানি শেষে এ অভিযোগপত্র নেওয়া হয়।একইসঙ্গে এই মামলার পলাতক আসামি সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়াও একই ঘটনায় পুলিশের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ায় অভিযুক্ত স্ট্যামপোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতকে অব্যাহতি দেওয়া হয়েছে।এর আগে গত ১২ ডিসেম্বর বহুল আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে এ প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদনে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের আইসি পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়।অভিযুক্ত ১৫ জনের মধ্যে ১৪ জন এখন কারাগারে এবং অপরজন টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর দে পলাতক রয়েছেন।চলতি বছরের ৩১ জুলাই দিনগত রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান।এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital