নাগরিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা,
খাগড়াছড়ি প্রতিনিধি :
দেশপ্রেম, সম্প্রীতি, উন্নয়ন এই শ্লোগানকে মূলমন্ত্র হিসেবে বুকে ধারণ করে ১বছর পূর্বে গঠিত হয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,
আজ ৫ ডিসেম্বর পিসিএনপি এক বছর পূর্তিতে নানা আয়োজনে এ দিবসটি পালন করেছে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।এরই ধারাবাহিকতায় দিবসটি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মাটিরাঙ্গা উপজেলার ইউনিট।
৫ ডিসেম্বর রাত ০৮ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইন, এসময় প্রধান অতিথি বলেন পার্বত্য চট্টগ্রামে অধিকার হারা বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গঠিত হয়েছে ০৫ ডিসেম্বর ২০১৯ সালে,অধিকারহারা মানুষের অধিকার আদায়ের জন্য যেভাবে সংগঠন একান্ত দরকার তেমনি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা একান্ত অপরিহার্য। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি এসএম হেলাল,জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক রবিউল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মোহাম্মদ রাজু, মো: সিরাজ হুজুর, রাসেলসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital