কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনধিঃঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ও হরিপুর দুই উপজেলা মিলন মেললা করোনা ভাইরাসের কারণে হলো না দুই দেশের মিলন মেলা৷
৪ ডিসেম্বর (শুক্রবার) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলার কোঁচল ও চাঁপাসর এবং ভারতের নাড়গাঁও এবং মাকারহাট সীমান্তের তাঁরকাটার এপার ওপারের প্রায় ২/৩কিলোমিটার এলাকা জুড়ে দু বাংলার মানুষ এইবার দেখা করতে পারেনি , কাটা তাঁরের এইপার ওপার বিজিবি ও বিএস এফ এর পক্ষথেকে ছিলো করা নজরদারি৷দুই বাংলার মানুষকে কাটা তাঁরের বেড়ার কাছে একত্রিত হতে দেয়নি।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জুরে নামে৷বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী শ্রী জামর কালির জিউ(পাথর কালী)পূজা উপলক্ষ্যে মেলা উদযাপন করা আসেন আর এ পূজা উপলক্ষ্যে প্রতি বছরের এই দিনে দুর-দুরান্ত থেকে এসে স্বজহদের সাথে দেখা করতে৷দু-দেশের স্বজনরা ভিড় জমায় তো সীমান্তে
তবে এইবার সুধু দু-দেশের সীমান্তে ছিলো দেখার বি এস এফ এর গাড়ি টহল ৷বিজিবি এবং বিএসএফ এর ছিল কড়া করা নজরদারি ৷তাছাড়া শ্রী শ্রী জামর কালির জিউ(পাথর কালী)পূজা উদযাপন কমিটির সভাপতি নগেন পাল বলেন,স্থানীয় সরকার প্রশাসন,বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে সমবেত হতে বাধা দেওয়া হয় ৷বলেই অন্য বছরের তুলনায় এবছর করোনাভাইরাস সংক্রমণের কারনে অনেকেই এবার দু-দেশের এপার ওপার সাথে কথা বলার সুযোগ হয়নি। তবে স্বজনদের সাথে কথা বলার অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন অনেকই।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital