মহিপুর থানা প্রতিনিধি।।
আগামী ২৮ শে ডিসেম্বর পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে পূূূূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ০৩ ই ডিসেম্বর (বৃহস্পতিবার) চার (০৪) জন মেয়র পদপ্রার্থী, তেত্রিশ (৩৩) জন সাধারন কাউন্সিলর ও আট (০৮) জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মনোনায় পত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করলেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন ও পৌর নির্বাচনের সহকারি রিটানিং অফিসার আব্দুর রশিদ জানান, মনোনায়ন পত্র বাছাই শেষে চুড়ান্ত ভাবে - মেয়র পদের জন্য বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগ 'নৌকা' প্রতীক নিয়ে বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আঃ বারেক মোল্লা,জাতীয়তাবাদী বি,এন,পি 'ধানের শীষ' প্রতীক নিয়ে কুয়াকাটা পৌর বি,এন,পি আহবায়ক ও লতাচাপলী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আঃ আজিজ মুসুল্লী, স্বতন্ত্র প্রার্থীতা নিয়ে মহিপুর থানা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন হাওলাদার এবং বাংলাদেশ ইসলামি আন্দোলন 'হাতপাখা' প্রতীক নিয়ে হাজী মোঃ নুরুল ইসলাম হাওলাদার সহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন নারী এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনকে মনোনয়ন পত্র বাছাই শেষে চুড়ান্ত করা হয়েছে।
উল্লখ্য, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ০১ লা ডিসেম্বর (মঙ্গলবার) মনোনয়ন পত্র জমার শেষ দিন ও ০৩ ই ডিসেম্বর (বৃহস্পতিবার) চুড়ান্ত ভাবে মনোনয়ন পত্র বাছাই শেষ হয়। আগামী ১০ ই ডিসেম্বর (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ তারিখ এবং আগামী ২৮ শে ডিসেম্বর রোজ রবিবার ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital