নোয়াখালীর সূূবর্ণচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেম মাঝি (৬০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযুক্ত শফিক মিজি (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।বুধবার সন্ধ্যায় উপজেলার ইমানআলী বাজারে এ ঘটনা ঘটে। কাশেম সূূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পানাউল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।আটক শফিক মিজি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেমকে ছুরিকাঘাত করেন একই এলাকার প্রতিপক্ষ শফিক।পরে গুরুতর আহত অবস্থায় কাশেমকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত শফিককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital