কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া থেকে দুই হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন- বান্দরবানের আলীকমদের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব পালংপাড়ার মৃত শফিক আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৩৬) ও মহেশখালী হোয়ানকের পদ্মপুকুরপাড়ার গুরা মিয়ার ছেলে ওমর সুলতান (২৭)।কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, হোটেল-মোটেল জোনে দু’জন ইয়াবা পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সৈকত পাড়াস্থ বিচপ্লাজা নামে একটি আবাসিক হোটেলের সামনে থেকে দুই হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital