করোনার স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে পালিত হবে ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৩ত বর্ষপূর্তি। বুধবার সকালে খাগড়াছড়ির জেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ষপূর্তি উদযাপন প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: সালাহ উদ্দিন,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়। সভায় করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনায় পার্বত্য চুক্তির বর্ষপূর্তি সংক্ষিপ্ত পরিসরে যথাযোগ্য ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৩তম বর্ষপূর্তি পালনের আনুষ্ঠানিক ভাবে কেক কাটা, মাস্ক বিতরণ, সংক্ষিপ্ত আলোচনা সভা,আলোকসজ্জা করণ, স্ব-স্ব প্রতিষ্ঠান একই সময়ে ফানুস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হলেও যথাযোগ্য ভাবে পালন করা হবে। গণ জমায়েত না করে ঐতিহাসিক দিবসটি পালন করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘ প্রতিক্ষার রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে পাহাড়কে শান্তির নিড়ে পরিণত করেছে বলে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital