কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে জাহেদুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জাহেদুল ইসলাম শহরের পূর্ব কলাতলীর আদর্শগ্রাম এলাকার সোলতান আহমদ ও সাবেকুন্নাহারের ছেলে। সে ঈদগাঁও এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় কোরআন হেফজ করছিল।স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাহেদুল ইসলামসহ তিন বন্ধু মিলে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে গোসলে নামে। একপর্যায়ে তারা স্রোতের টানে সাগরে ডুবে যেতে থাকলে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা গিয়ে দুইজনকে উদ্ধার করে।কিন্তু জাহেদের খোঁজ পায়নি।জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ইমরান জাহিদ খান জানান, নিখোঁজ শিশুর সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে লাইফগার্ড কর্মীরা।এরআগে গত ২ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে গোসলে নেমে রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মিরপুর বসুপাড়ার মাহমুদুল হোসাইনের ছেলে ফাতীন ইতমাম মাহমুদের (২৪) মৃত্যু হয়। তার আগে গত ১৮ আগস্ট শহরের লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে দুবাই প্রবাসী যুবক, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিয়াজি ধর্মপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে মাহফুজ (১৯) নিখোঁজ হয়। এর দু'দিন পর গত ২০ আগস্ট মহেশখালীর সোনাদিয়ার মগচর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital