শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের সবকটি মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা পার্থ ত্রিপুরা জুয়েল। শনিবার অষ্টমীতে দিন থেকে রাত পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে নগদ অনুদানসহ পুরোহিতদের বস্ত্র নিয়ে ছুটেছেন মন্দির থেকে মন্দিরে। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আকতার হোসেনসহ জেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পার্থ ত্রিপুরা জুয়েল মন্দির পরিদর্শনকালে বলেন, "ধর্ম যার যার উৎসব সবার" এই উক্তিকে সমুন্নত রেখে সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রেখে মিলেমিশে দুর্গোৎসব পালনের মাধ্যমে পাহাড়ে যে কোন জাতি ভেদ নেই তা তুলে ধরতে হবে। সে সাথে করোনা মহামারীর বিষয়ে সর্তক থেকে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানান। এ সময় তিনি খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির, আনন্দ নগর ভুবনেশ্বরী কালী মন্দির,সিঙ্গিনালা হরি মন্দির,মধ্য গঞ্জপাড়া লক্ষ্মী কালী মন্দির সংলগ্ন দূর্গাপুজা মন্ডপ, গঞ্জপাড়া সনাতন ধর্ম সংঘ পুজা মন্ডপ, শালবন লোকনাথ মন্দির পুজা মন্ডপ,শ্যামা মন্দির পুজা মন্ডপ,অখ- ম-লী মন্দিরসহ জেলা সদরের সব কটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। প্রতিটি পুজা মন্ডপে তিনি খাগড়াছড়ির জেলা পরিষদ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও পুরোহিতদের বস্ত্র ও সম্মানী বাবদ নগদ অর্থ প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital