জোনায়েত আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফীন। প্রধান আলোচন হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহম্মেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষিকা রোকেয়া আক্তার কনা এবং বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফি ইসলাম অর্পিতা ও নাদিয়া নাজনিন। অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে স্বরাষ্ট্র মন্ত্রানলয় প্রদত্ত মাদক বিরোধী থ্রিডি স্কেল প্রদান করা হয়।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments