চট্টগ্রাম প্রতিনিধি :
স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে মো. তারেক হোসেন নামে এক শিক্ষককে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত ওই শিক্ষক সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয় পড়াতেন।
সীতাকুণ্ড থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী পরিবারের লোকজন নিয়ে থানায় গিয়ে শিক্ষক তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই পুলিশ আসামি তারেক হোসেনকে গ্রেপ্তার করে।
সূত্র মতে, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক তারেক হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত জুলাই মাসে তারেক ফুসলিয়ে বিয়ের কথা বলে ছাত্রীকে চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। কিছুদিন পর ছাত্রীটি বিয়ের কথা বললে শিক্ষক নানাভাবে তালবাহানা শুরু করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে আমরা ধর্ষণ মামলার আসামি তারেক হোসেনকে গ্রেপ্তার করেছি।’
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments