অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৫ আসনের সাংসদ খোন্দকার গোলাম ফারুক। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকনসহ অনেকে।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার। প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন। সিনেমার নায়ক শিপন জানান, রোমান্টিক গল্প হলেও এখানে মা ও ছেলের অনবদ্য গল্পও থাকছে। চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে এর দৃশ্যধারণ।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments