সহায্য নেওয়া হচ্ছে পুলিশ কুকুরেরও। শুক্রবার লাতেহার জেলার চান্দোয়া থানা থেকে একটি গাড়িতে পুলিশকর্মীরা যাচ্ছিলেন। তখনই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। নিহতদের একজন পুলিশের, তিনজন হোমগার্ড। তাদের কাছ থেকে একটি সার্ভিস রিভলভার ও তিনটি রাউফেলও লুট করে পালায় মাওবাদীরা। নিহতদের দেহ তাঁদের গ্রামে পাঠানো হয়েছে।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments