এমনই বিরল ঘটনা ঘটেছে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। স্বয়ং একটি বিষধর সাপকে দড়ি বানিয়ে তার ওপর লাফ দিচ্ছে একটি শিশু। মুহূর্তেই সেই খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, শিশুরা দড়ির বদলে সাপ ব্যবহার করেছে। মস্ত এক সাপ দুটি শিশু ধরে রেখেছে, আরেকটি শিশু সেটির ওপর দিয়ে লাফাচ্ছে।
তবে স্বস্তির কথা হলো- সাপটি জীবিত নেই। ভিডিওটি দেখে সত্যিই চমকে উঠতে হয়।
শিশুদের এই খেলার ভিডিও ধারণ করেন এক নারী। পরে সেটি সামাজিকমাধ্যমে আপলোড করেন। খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের দৌরাত্ম্য খুব বেশি।
ঘরে ঘরে সাপের দেখা মেলে। এতে সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন। এ ছাড়া দেশটিতে বিষাক্ত সাপের সংখ্যা একেবারে কম নেই। এ পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments