প্রায় সাত মাস আগে স্টার সানডেতে ভয়াবহ জঙ্গী হামলায় দ্বীপরাষ্ট্রটি বিধ্বস্ত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। সশস্ত্র জঙ্গীদের ওই হামলায় দেশী-বিদেশী ২৬৯ বেসামরিকের প্রাণহানির পর দেশটির পর্যটন শিল্প এবং বিনিয়োগে ব্যাপক ধস নামে। যে কারণে দেশটিতে চলমান আর্থিক সঙ্কটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে লঙ্কান জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিয়েছে। এবার যদিও ক্ষমতাসীন সরকারের আবাসন বিষয়কমন্ত্রী সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী নেতা গোটাবায়া রাজাপাকসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া হচ্ছে শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) একজন নেতা। একই সঙ্গে তিনি সাবেক লঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা সাজিথ হলেন সাবেক লঙ্কান প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments