চাটমোহর (পাবনা)প্রতিনিধি
গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ১.৩০টার সময় ঈশ্বরদী বিমানবন্দর সড়কে রেঁনেসা ক্লাবের নিকট
দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ক্লিনিক মালিক আমীর হোসেন বাবলু (৬০) নামের একজন রিক্সারোহী
ঘটনাস্হলেই নিহত হয়েছেন। ইন্নালিল্লাহে...... রাজেউন।
নিহত বাবলু পাবনা জেলার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা ও আড়িং গাইল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের বড় ছেলে। নিহত বাবলু পেশায় একজন ঠিকাদার ও চাটমোহরের বে – সরকারি ‘ইসলামিক হাসপাতাল’ নামের ক্লিনিকের মালিক
রিক্সা যোগে ঈশ্বরদী রেলগেট থেকে ষ্টেশন অভিমুখে যাবার সময় পেছন থেকে লালপুর গামী একটি
ট্রাক সজোরে ধাক্কা দিলে রিক্সা উল্টে যায় এবং বাবলুর মাথায় এবং বাম হাতে প্রচন্ড আঘাত পায়। প্রচন্ড
রক্তক্ষরনের ফলে বাবলু ঘটনাস্হলেই মৃত্যু বরন করে। ঘটনার পর রিক্সা চালক ও ঘাতক ট্রাকটি নিরাপদে
পালিয়ে যায়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত
বাবলুর লাশ ময়নাতদন্তের পর আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments