জোনায়েদ আকন্দ, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কমিউনিটি ব্যাংকের ৬ষ্ঠ তম শাখার উদ্বোধন করেছেন। রোববার দুপুরে পৌরশহরের মাওনা চৌরাস্তার ভাই ভাই কমপ্লেক্সে এ শাখা উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, এডিশনাল আইজি প্রশাসন ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশে লিঃ এর সিইও মশিউল হক চৌধুরী, নোমান গ্রুপের ডিএমডি আব্দুল্লাহ আল জাবের, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমডি শামসুল আরেফিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমরা জনগণের পুলিশ হতে চাই, মাদক নির্মূলে গাজীপুরকে বাংলাদেশের মানচিত্রে রোল মডেল হিসেবে দেখতে চান। বাংলাদেশের শিল্প অঞ্চল এলাকায় মানুষের দ্বারে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে কমিউনিটি ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আশা করি খুব দ্রুত এই ব্যাংক আপনাদের সহযোগীতায় সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে যাবে।
© 2013 All Rights Reserved By সরজমিনবার্তা
0 Comments